পিবিএ,ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রার্থীরা নাকি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটারই খুঁজে পান নি, তারপরও নাকি লাখ লাখ ভোট পড়েছে! এ নির্বাচনেও আগের রাতেই গোপনে ব্যালটবাক্স ভর্তি করা হয়েছে।
শুক্রবার ( ১ মার্চ) বেলা ১১টার দিকে সংসদ ভবন এলাকায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘সিটি নির্বাচনে কোনো ভোটার উপস্থিতি ছিল না, তারপরও লাখ লাখ ভোট পড়েছে। এ থেকে বোঝা যায় উত্তর সিটি নির্বাচনে একটা ভোট নাটক হলো মাত্র।’
একাদশ সংসদ নির্বাচনের মত সিটি নির্বাচনেও গোপনে ভোটবাক্স ভর্তি করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
জনগণ উত্তর সিটি নির্বাচন প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, ‘জনগণ উত্তর সিটি নির্বাচন প্রত্যাখ্যাত করেছে। জনগণ যে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর ভোট চায় না সিটি নির্বাচনের অনুপস্থিতি তাই প্রমাণ করে।’
নির্বাচন কমিশনের ভোটার দিবস পালনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটের অধিকার ক্ষুন্ন করে ভোটার দিবস পালন হাস্যকর।
পিবিএ/এফএস