পিবিএ,ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিমনগর এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতাররা হলেন, সেবেদ আলী (৫৩) ও আয়েশা খাতুন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব।
তিনি জানান ,সোমবার (২৮ নভেম্বর) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিমনগর এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল।অভিযানে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।