লামায় নির্বাচন দিবস পালিত


পিবিএ,লামা: প্রথম বারের মত সারা দেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায়ও জাতীয় নির্বাচন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ‘ভোটার হব, ভোট দেব’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালি বের করা হয়। উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা নব বিন্দু নারায়ন চাকমার সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বক্তব্য রাখেন।

পিবিএ/এমএনকে/এমএসএম

 

আরও পড়ুন...