বাচা-মরার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই পা রেখেছিল আর্জেন্টিনা। তবে নিজেদের প্রথম ম্যাচ হেরে হিসেব কিছুটা ওলটপালট করে ফেলেছিলেন মেসিরা। আজ আর্জেন্টিনার সামনে হিসেবের সমীকরণ সহজ করার পালা। একদিক দিয়ে এই ম্যাচ আবার বাচা-মরারও। কেননা ড্র করলে কিংবা হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা।

এমন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে নিজেদের শেষ ম্যাচে আজ পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। জিতলে শেষ ষোলো নিশ্চিত। ড্র করলে তাকিয়ে থাকতে হবে জটিল অঙ্কের দিকে। আর্জেন্টিনা যদি ড্র করে, এই গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকো বনাম সৌদি আরব ম্যাচও যদি অমীমাংসিত থাকে, সে ক্ষেত্রে শেষ ষোলোয় পৌঁছে যাবেন মেসিরা।

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় দোহার রাস আবু আবুদে সমুদ্রের ধারে স্টেডিয়াম ৯৭৪- তে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে জিততে মুখিয়ে আছে আর্জেন্টিনা। তেমনটাই জানিয়েছে দলের রখণভাগের খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেস। তিনি বলেন, ‘বুধবার পোল্যান্ডের বিরুদ্ধে আমরা জয়ের মানসিকতা ও রণকৌশল নিয়ে খেলব।’’

দু’টি ম্যাচের একটিতে জয় ও একটি ড্র করে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ‘সি’ গ্রুপের শীর্ষ স্থানে রয়েছেন পোল্যান্ড। ১৯৮৬ সালের পরে বিশ্বকাপে তাদের জন্য শেষ ষোলোতে খেলার সুযোগ। ঐদিকে আর্জেন্টিনার সামনে হাতছানি। এখন শুধু মাঠের লড়াইয়ের অপেক্ষা। তারপর বোঝা যাবে কোন দল যাচ্ছে শেষ ষোলোতে।

আরও পড়ুন...