পিবিএ,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের আমিন মোড় এলাকায় ইজিবাইকের ধাক্কায় শনিবার সকালে (২ মার্চ) ইকবাল হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে। সে শহরের বাঁশবাড়ি মহল্লার মৃত সিরাজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের আমিন মোড় এলাকায় রাস্তায় উঠার সময় একটি দ্রুতগামী ব্যাটারী চালিত ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সৈয়দপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান জানান, নিহত ব্যক্তি রংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
পিবিএ/জেএইচ/হক