দ্বিতীয় বিয়ে নিয়ে ঝগড়ায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

পিবিএ,ঢাকা: ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রীকে ইট দিয়ে নৃশংসভাবে হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

গতকাল মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন, স্বামী মো. কহিনুর ইসলাম ফকির(৬২)।

রোববার ০৪ ডিসেম্বর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার( মিডিয়া)জিয়াউর রহমান চৌধুরী।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, আসামী মো. কহিনুর ইসলাম ফকির এবং ভিকটিম জুলেখা দম্পতির প্রায় ৩৫ বছরের সংসার ছিলো। স্বামী কহিনুর ফকির গত কয়েক বছর ধরে আরেকটি বিয়ে করতে চাওয়ায় জুলেখার সঙ্গে স্বামী কহিনুরের প্রায়শই ঝগড়া লেগে থাকতো। ঘটনার দিন আসামী ভিকটিমের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং তাদের দাম্পত্য কলহ চূড়ান্ত পর্যায়ে উপনিত হয়। উক্ত কলহের সূত্র ধরে আসামী গত ২০ নভেম্বর সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় ঝগড়ার এক পর্যায়ে স্বামী কহিনুর তার স্ত্রী জুলেখাকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান জুলেখা এবং পরবর্তীতে স্ত্রীর মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে কহিনুর পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। উক্ত ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, এ সংক্রান্তে ভিকটিম জুলেখার ভাই মো. আব্দুল কাদের আসামি মো. কহিনুর ইসলাম ফকির এর নামে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব-৪ আসামী গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসামী মো. কহিনুর ইসলাম ফকির ছদ্মবেশে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায় অবস্থান করছে যার প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ভিকটিম জুলেখা’কে হত্যার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...