ভারত শিবিরে সাকিবের জোড়া আঘাত

দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ভারত জাতীয় ক্রিকেট দল। সফরের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে প্রতিবেশি দুই দেশ। টস হেরে আগে ব্যাট করছে ভারত। যেখানে শুরুতেই শিখর ধাওয়ানকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ ওভারে এক উইকেটে ৩০ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ভারতের হয়ে রোহিত শর্মার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শিখর ধাওয়ান।

প্রথম পাঁচ ওভার কোনো সমস্যা ছাড়াই কাটিয়ে দেন ভারতীয় দুই ওপেনার। তবে ষষ্ঠ ওভারে বাধে বিপত্তি। এ সময় মেহেদী মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ৭ রান করা শিখর।

এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। ভারতের বিপক্ষে তামিম ইকবাল না থাকায় নেতৃত্ব দেবেন তিনি। ওপেনিংয়েও থাকছেন এই ব্যাটার। তার সঙ্গে দেখা যাবে আরেক ওপেনার আনামুল হক বিজয়কে।

তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন সাকিব আল হাসানও। মিডল অর্ডার সামলাবেন যথারীতি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের সঙ্গে আছেন আফিফ হোসেন ধ্রুব।

বোলিং বিভাগ সামলাবেন তিন পেসার হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন। স্পিনে হাত ঘোরাবেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।

 

আরও পড়ুন...