![](https://www.pba.agency/wp-content/uploads/2022/12/kaliakair_kormoshala_PBA.jpg)
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা কার্যালয়ে পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ ডিসেম্বর) রবিবার সকালে এই কর্মশালার আয়োজন করা হয়। কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমানের সভাপতিত্বে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোসাল অসিসার বাবুল আক্তারের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া, কালিয়াকৈর পৌরসভা নির্বাহী প্রকৌশলী হরিপদ রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের প্যানেল মেয়র আহাদ আলি, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কাশেম মিয়া, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান মোয়াজ্জেম হোসেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুম আলি, সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহনাজ বেগম ও ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাজমা বেগম এবং পৌর ঠিকাদার সমিতির সভাপতি হোসেন আলী, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মিয়াসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।