বগুড়ায় ৭দিন ব্যাপী আঞ্চলিক পণ্য মেলা শুরু

mela-pba

পিবিএ,বগুড়া: রবিবার থেকে বগুড়ায় শুরু হচ্ছে সাতদিনের আঞ্চলিক এসএমই পণ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এর উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত এ মেলায় বিদেশী বা আমদানীকৃত কোন পণ্য অংশ নিতে পারবে না।
শনিবার বগুড়া সার্কিট হাউসে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এসব তথ্য তুলে ধরেন।

রবিবার সকাল ১১ টায় বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলতাফুন্নেছা খেলার মাঠে এসে শেষ হবে। পরে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এর সভাপতিত্বে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
উদ্বোধন করবেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নাসিব বগুড়ার সভাপতি টি জামান নিকেতা।
এসএমই ফাউন্ডেশন আয়োজিত ও বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় ৭দিনের এই মেলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের তিনি আরো জানান, এই আঞ্চলিক পণ্য মেলায় ৫৬টি স্টল থাকবে। এসব স্টলে পাটজাত, হ্যান্ডিক্রাফট, চামড়াজাত, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারি প্রতিষ্ঠান, খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প্লাস্টিক শিল্প, হস্ত ও কারু শিল্প, জুয়েলারী, খেলনাসহ দেশিয় এসএমই শিল্প প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোনো প্রবেশ মূল্য থাকছেনা। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
এই মেলায় বিদেশী বা আমদানীকৃত কোন পণ্য অংশ নিতে পারবে না। দেশীয় উৎপাদনকারি বা সেবামুলক ক্ষুদ্র, মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। এই মেলার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ, এসএমই উদ্যোক্তাদের সম্পর্ক উন্নয়ন হবে। আঞ্চলিক এই মেলায় জামালপুর ও রাজশাহী জেলার ৩টি স্টল থাকছে এবারের মেলায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম, জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার মারিফা ফারজিন রেজাসহ অন্যান্য কর্মকর্তারা।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...