পিবিএ,ঢাকা: রাজধানীর চকবাজার কামালবাগে একটি ভাঙ্গারি দোকানে কাজ করার সময় বিস্ফোরণে ৩ কর্মচারী দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সুমন খান (৩২), মোঃ সুমন (৩৫) ও নুর আলম (৩২)।
দগ্ধ নুর আলম জানান, কামালবাগ বেরীবাধ সংলগ্ন রাসেল এন্টার প্রাইজ নামের একটি ভাঙ্গারীর দোকানে কাজ করে। প্রতিদিনের মত বিকেলে রঙের কৌটা, স্পের বোতল সহ অনেক ভাঙ্গি জিনিস মেশিনের ভিতর দিয়ে চাপ দিতেই তা বিস্ফোরণ ঘটে। এতে মেশিনের পাশে থাকা তারা ৩ কর্মচারী দগ্ধ হয়।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, সুমন খানের ১০ শতাংশ, মোঃ সুমন ১৬ ও নুর আলমের শরীরে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। ৩। জনকেই ভর্তি রাখা হয়েছে।
পিবিএ/এইচএ/হক