নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটির গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাত এবং সাধারণ সম্পাদক ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরোশি আঁখিকে মনোনীত করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শারমিন ইসলাম রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা শম্পা, অর্থ সম্পাদক সানজিদা লাবণ্য, সহ অর্থ সম্পাদক ইলমা খাতুন, প্রচার সম্পাদক সিফাত জাহান আইভি, সহ-প্রচার সম্পাদক শাওয়ানা শামীম নিশো, দপ্তর সম্পাদক আনিকা তাহসিন, সহ-দপ্তর সম্পাদক ইশরাত শারমিন রিভা, ব্যবস্থাপনা সম্পাদক সাদিয়া ইসলাম, সহ-ব্যবস্থাপনা সম্পাদক রাবেয়া, বিতর্ক গবেষণা সম্পাদক মারজান সাইদা এবং সহ-বিতর্ক গবেষণা সম্পাদক সানজিদা।
নবগঠিত কমিটির সভাপতি নওরীন নুসরাত বলেন, এমন একটি সুগঠিত সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহণ করে আমি একইসাথে আনন্দিত ও কৃতজ্ঞতা বোধ করছি। এই হলের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আরো অভিনব, কার্যকরী ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাফল্যের ধারা যেনো অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। একইসাথে নবনির্বাচিত সকল কার্যনির্বাহী সদস্যদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।