পিবিএ ডেস্ক: সুপারম্যান আমরা দেখেছি মুভিতে। স্বপ্নেও হয়তোবা কেউ কেউ সুপারম্যান হয়েছেন। কিন্তু কেউ কি ভেবেছিল সুপারম্যান বিজ্ঞাপন করবেন।
সবাইকে তাজ্জব করে দিয়ে চিন দেশের বাসে বাসে ‘উড়ে’ বেড়াচ্ছে সুপারম্যান। তাও আবার জ্যান্ত! কিন্তু তা শত্রুকে দমন করতে নয়। নিছক কিছু বিজ্ঞাপনের জন্য।
চিনের রাজপথে এক অভিনব দৃশ্য!
বিজ্ঞাপনটা অনেকটা এরকম- একটা দোতলা বাসের জানালায় পা ঝুলিয়ে বসে আছেন এক নববধূ। হাতে ফুলের তোড়া। আর তার পাশে জানালায় হাত রেখে ‘সুপারম্যান’-এর মতো ঝুলে আছেন এক পুরুষ।
পথচারী মানুষ হা করে তাই দেখছে। কেউ কেউ চক্ষু চড়কগাছ করে ভেবেই বসলেন, সে সত্যিকারের সুপারম্যান।
দেশটির শেংঝেং প্রদেশেও একই ঘটনা।
বাসের সঙ্গে সঙ্গে উড়ে বেড়াচ্ছে সুপারম্যান। বাসের গায়ে হাত দিয়ে সুপারম্যান ঘুরে বেড়াচ্ছে সারা শহর।
নিছকই সুপারম্যানকে নকল করার প্রবণতা না অন্য কোন ঘটনা আছে এ হেন কর্মকাণ্ডের পিছনে? জানা গেছে, প্রত্যেক ক্ষেত্রেই সুপারম্যানদের ব্যবহার করা হয় বিজ্ঞাপনের জন্য। কখনও প্লাস্টিক সার্জারি, তো কখনও ঘর-বাড়ি কেনাবেচার জন্য।
পিবিএ/এফএস