ইউরোপে পোশাক রফতানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে পোশাক রফতাননিকারক শীর্ষ দেশগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ।

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা, ইউরোস্ট্যাট ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত পোশাক আমদানির সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়।

তথ্য অনুযায়ী, ২০২১ সালের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি ৪৩ দশমিক ২১ শতাংশ বেড়েছে। যার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার কোটি টাকার বেশি। একই সময়ে বিশ্ব থেকে তাদের আমদানি বৃদ্ধি পেয়েছে ২৭ দশমিক ৮৭ শতাংশ।

আগের মতোই ২২ দশমিক ৫৬ শতাংশ শেয়ার নিয়ে ইউরোপে পোশাক আমদানিতে দ্বিতীয় বৃহত্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২৯ দশমিক ০৪ শতাংশ শেয়ার নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে চীন।

আরও পড়ুন...