পিবিএ,বেনাপোল: শার্শায় ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আলম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার রাতে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ শার্শার কাশিপুর বিওপির টহল দল ‘মাদকবিরোধী’ অভিযান চালিয়ে পাচারকারীকে আটক করে। আটক পাচারকারী শার্শার টেংরালী গ্রামের মৃত মল্লিক মিয়ার ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, ভারত থেকে সীমান্ত পথে মাদকের চালান প্রবেশ করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আলমকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা (পি,এস,সিএ,সি) জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
পিবিএ/এসএনইউ/এইচএইচ