শাকিবের দুই সন্তানের মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা দিলেন অপু-বুবলী

বড়দিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সঙ্গে উদ্‌যাপনের ছবি শেয়ার করেছেন অনেকেই। এ তালিকায় আছেন ঢালিউডের আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। দু’জনই তাদের ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করেছেন। যদিও ছবিতে তাদের সন্তানের বাবা জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে দেখা যায়নি।

ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে ছবি শেয়ার করে অপু বিশ্বাস লেখেন ‘আজকে আমার বাবা অনেক খুশি আমিও খুশি সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।’

নিজের ছবি শেয়ার না করলেও শাকিব–বুবলী পুত্র শেহজাদ খান বীরের বড়দিনের ছবি পোস্ট করে শবনম ইয়াসমীন বুবলী লেখেন ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা, বড়দিনে আমার বাবাইটা’।

বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে টেলিভিশন লাইভে এসে নিজের বিয়ের খবর জানান অপু বিশ্বাস। এও জানান, তাঁদের ছয় মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তানের জন্ম হয়। প্রথম বিয়ে-সন্তানের মতো এবারও সবকিছু গোপন রাখেন শাকিব খান। এ বছরের ৩০ সেপ্টেম্বর নিজেদের সন্তানের কথা প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।

আরও পড়ুন...