পিবিএ ডেস্ক : কোপা আমেরিকার প্রস্তুতি সারতে আগামী দুইটি ম্যাচে ২৩ সদস্যের ব্রাজিল জাতীয় দলে ডাক পেলেন তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। গত বৃহস্পতিবার দল ঘোষণা করেছেন কোচ টিটে।
ফ্লামেঙ্গো ছেড়ে চলতি মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়াস। তবে প্রথমে তার জায়গা হয় ‘বি’ টিমে। তবে কিছু দিনের মধ্যেই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে তিনি জায়গা করে নিয়েছেন সিনিয়র দলে। শোনা যাচ্ছে, ভিনিসিয়াসের দাপটে গ্যারেথ বেলের মতো তারকা ফুটবলারকেও ডাগ আউটে বসতে হচ্ছে বেশ কিছু ম্যাচে।
বার্সেলোনার বিরুদ্ধে কোপা ডেল রে ম্যাচে দল হারলেও ভিনিসিয়াসের খেলা দেখে উচ্ছ্বসিত ফুটবল পাগলরা। সান্তিয়াগো সোলারি রিয়ালের দায়িত্ব নেওয়ার পরে ১৮ বছরের এই তরুণকে নিয়মিত প্রথম একাদশে জায়গা দিচ্ছেন।
পানামার বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ব্রাজিলের। প্রথমটি ২৩ মার্চ পর্তুগালে। ২৬ মার্চ দ্বিতীয় ম্যাচ চেক প্রজাতন্ত্রে। চোটের জন্য দল থেকে আপাতত বাদ পড়েছেন নেইমার। ভিনিসিয়াসকে পেয়ে ব্রাজিলের আক্রমণ মজবুত হল বলেই মনে করা হচ্ছে।
পিবিএ/জিজি