পিবিএ ডেস্ক : সোমালিয়ায় আল-শাবাবের হামলায় কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। সোমালিয়ার এই জঙ্গি সংগঠনটির সঙ্গে আল-কায়দার সংশ্লিষ্টতা রয়েছে। সূত্রের খবর, গত শুক্রবার মোগাদিশুর এক ভবনের দখল নিয়েছিল জঙ্গিরা। তারপরেই শুরু হয় নিরীহদের হত্যা। জঙ্গিদের হাতে ২৯ জন প্রাণ হারান। পুলিশের দাবি, ২৪ ঘণ্টার লড়াই শেষে ওই ভবনের দখল নেওয়া তিন জঙ্গিকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে।
জানা গিয়েছে, আল-শাবাবের এই হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, ওই বহুতল ভবনে থাকা হোটেল, রেস্তোরা ও বিপনিগুলিকেই হামলার জন্য টার্গেট করা হয়েছিল।
পিবিএ/জিজি