শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব শিক্ষার্থী নতুন বছরে নতুন বই পাবে। হাওরাঞ্চল, চরাঞ্চল, পার্বত্যাঞ্চলসহ যেসব অঞ্চলে যাতায়াতের সমস্যা আছে, সেসব অঞ্চলে বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে। যেসব এলাকায় শিক্ষক সংকট ও শিক্ষকদের আবাসন সংকট আছে, আমরা সেগুলো দূর করার পরিকল্পনা নিয়েছি।
শনিবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ বছর থেকেই মুক্তিযুদ্ধের বই বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকের ১ম শ্রেণি ও মাধ্যমিকের ৬ষ্ঠ শ্রেণিতে এ বছরের শুরু থেকেই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বই দেওয়া হবে।
তিনি আরো বলেন, শিক্ষা নিয়ে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনায় আমাদের কোনো শিক্ষার্থী, কোনো অঞ্চল শিক্ষায় পিছিয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশকে যেমন যাতায়াত ব্যবস্থায় যুক্ত করেছেন, ঠিক তেমনি শিক্ষাও প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।