স্মার্ট বাংলাদেশ গড়ার সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই।
বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
এ সময় দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।
হাইকোর্ট বলেন, আমরাও স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। তবে সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় আদালত আরো বলেন, দুর্নীতির গন্ধ আমরা যেখানেই পাব সেখানেই পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতিবাজদের কোন ছাড় নেই। দুর্নীতির বিরুদ্ধে আমরা স্ব-প্রণোদিত আদেশ দিব।
এরপর ৫৮২ কোটি টাকার সার আত্মসাতের বিষয়ে বিসিআইসিকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। আগামী ২০ জানুয়ারির মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
একইসঙ্গে ৫৮২ কোটি টাকার সার আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি দুদককে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।