ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নাজমুল হুসাইন, ইবি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে আনন্দ র‍্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি বের হয়। পরে র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দীকি আরাফাত, সাধারণ সম্পাদক নাসীম আহমেদ জয় সহ বিভিন্ন অনুষদেন ডিন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জাতির পিতার নেতৃত্ব ছিলো জাদুকরী। তৎকালীন সময়ে যারা আওয়ামী লীগকে অপছন্দ করতো, তারা বঙ্গবন্ধুর আলোচনা শুনেই, তাদের সুর পাল্টে যেত। তারা নিজেদের ভুল বুঝতে পেরে শুধরে যেত। এ এক সম্মোহনী নেতা, এক জাদুকরী নেতা।

এসময় তিনি বর্তমান প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সঠিকভাবে জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন...