জাবি সায়েন্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা

jabi

পিবিএ, জাবি : বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম শরিফকে সভাপতি ও রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম রব্বানীকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির (ফার্মেসি), রাকিবুল ইসলাম (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), তানজিলা জাহান (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), হাফিজুর রহমান (পদার্থবিজ্ঞান), যুগ্ন-সাধারণ সম্পাদক আমীর হামজা (রসায়ন), ঈশিতা কবির তন্নী (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), হাফিজা আক্তার লাবণী (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ শ্রাবণ (রসায়ন), যুগ্ন-সাংগঠনিক সম্পাদক পরাগ বিশ্বাস (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান সনেট ( পদার্থবিজ্ঞান), যুগ্ন- অর্থ সম্পাদক নাহিদুজ্জামান সম্রাট (আইআইটি), দপ্তর সম্পাদক নাফিউর রহমান (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), প্রকাশনা সম্পাদক শিহাব (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), পাঠাগার সম্পাদক ওয়াদুদা আক্তার তামান্না (ফার্মেসি), প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম (রসায়ন), সাহিত্য সম্পাদক মতিউর রহমান মুন্না (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), শিক্ষা সম্পাদক আরিফুল ইসলাম (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), আইটি সম্পাদক শাওন মাহমুদ (পদার্থবিজ্ঞান), গবেষণা সম্পাদক আনায়েতুল জান্নাত (পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস), সমাজকল্যাণ সম্পাদক সামসুজ্জামান সায়েম (রসায়ন), প্রকল্প সম্পাদক নুর হোসেন (প্রাণিবিজ্ঞান), মিডিয়া সম্পাদক মেহেদী হাসান রোমান (আইআইটি), ভর্তি কার্যক্রম সম্পাদক সাল সাবিলা জেরিন (ফার্মেসি)। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জিশান মাহমুদ (রসায়ন), সাদিয়া (গণিত), লিমা (ফার্মেসি), শাকিল ইসলাম (গণিত), শাহরিয়ার মজুমদার (পরিসংখ্যান), একরামুল হক একরাম (রসায়ন), অপ্সরা (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং) এবং শাহরিয়ার ইসলাম হিমেল (আইআইটি)।

নতুন কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘যেকোন সংগঠনের দায়িত্ব পাওয়াটা আনন্দের, আর সংগঠনটা যদি হয় জাহাঙ্গীরনগর ইউনিভারসিটি সায়েন্স ক্লাবের মত কোন সংগঠন তাহলে সে আনন্দটা বেড়ে যায় অনেকাংশে। তবে সেই আনন্দের সফলতা তখনই পাবে যখন ক্লাবের সকল প্রোগ্রাম সফলভাবে শেষ করা সম্ভব হবে।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...