জাবি উপাচার্যের দায়িত্ব গ্রহণের ৫ বছর পূর্তি

jabi

পিবিএ, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের দ্বিতীয় মেয়াদে একবছর ও প্রথম মেয়াদে ৪ বছরসহ দায়িত্ব পালনের ৫ বছর পূর্তি হয়েছে। ২ মার্চ ২০১৯ দ্বিতীয় মেয়াদে প্রথম বছর পূর্ণ করেন ড. ফারজানা। দেশের ইতিহাসে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড. ফারজানা ইসলামই প্রথম ও একমাত্র নারী উপাচার্য। প্রথম মেয়াদে সফলতার সাথে দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, ড.ফারজানা ইসলামকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেন। দ্বিতীয় মেয়াদে গতবছর ২ মার্চ ড. ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহন করেন।

তিনি ১৯৫৮ সালে শরিয়তপুরের ভেদরগঞ্জে জন্মগ্রহণ করেন। নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৮ তম উপাচার্য। ড. ফারজানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮০ সালে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে যোগ দিয়ে শিক্ষকতা শুরু করেন। তিনি ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে যোগ দেন এবং ২০০১ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। নৃবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বেসরকারি সংস্থা ‘নাগরিক উদ্যোগ’ এর চেয়ারপারসন হিসাবেও দায়িত্ব পালন করছেন। ড.ফারজানা ইসলামের দ্বিতীয় মেয়াদে একবছর পূর্তি উপলক্ষে ক্যাম্পাসের সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সিনেট সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা ড. ফারজানা ইসলাম কে অভিনন্দন জানিয়েছে।

পিবিএ/এসআরএস/জিজি

আরও পড়ুন...