শরীফ উদ্দিন,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্নপাক প্রদেশের ইস্ট লন্ডনের সমো নামক এলাকায় মোঃ রুবেল নামে এক বাংলাদেশী ডাকাতের গুলিতে নিহত হয়েছে। এবং বড় ভাই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
নিহত রুবেল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লক্ষীনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাংলাদেশি আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার (২৬জানুয়ারি) আনুমানিক রাত ১০টার দিকে রুবেলের দোকানের বাগলারের সাথে চেইন বেধে গাড়ি দিয়ে টেনে বাগলার ভেঙ্গে আলাদা করে পেলে। তখন ডাকাতদল দোকানের ভেতরে ডুকে এলোপাথাড়ি গুলি ছুটে। এ সময় দোকানে থাকা দু’ভাই গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে মোঃ রুবেলের মৃত্যু হয়। এসময় বড় ভাই গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রুবেলের এ হত্যা কান্ডের এখনো কোন সঠিক তথ্য জানা যায়নি। তাদের দোকানটি স্থানীয় শহর থেকে অন্তত ২৫ কিলোমিটার দূরে খুবই নির্জন এলাকায় অবস্থিত। যেখানে পুলিশ কিংবা সিকিউরিটি দ্রুত পৌঁছানো সম্ভাব নয়।