মানিকগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ১২ জনের জেল

বালু
প্রতীকী ছবি।

মনিরুল ইসলাম মিহির, পিবিএ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর এলাকায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলার দায়ে ১২জনকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে তিনটি ড্রেজার মেশিন ও একটি বালুবোঝাই বলগেট। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জের শিবালয়ের বুতুনী এলাকার মোতালেব হোসেন, রিপন খান, হরিরামপুরের আনিসুর রহমান, নারায়নগঞ্জের হাবিবুল্লাহ, আবুল বাদশা, চাঁদপুরের আলী আজগর, গোপালগঞ্জের লালন মোল্লা, রাজবড়ির দৌলতদিয়ার লাল মিয়া, জাহাঙ্গীর হোসেন, রহমান মন্ডল, রেজাউল করিম ও পিরোজপুরের সুমন।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর এলাকায় পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে রবিবার ভোরে অভিযান চালানো হয়। এসময় তিনটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে একটি বড় আকারে বলগেটে বালুবোঝাই করছিল বালু উত্তোলনকারীরা। পুলিশ ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জড়িত ১২জনকে আটক করে। এসময় তিনটি ড্রেজার মেশিন ও বালুবোঝাই একটি বলগেট জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে হরিরামপুর থানায় দন্ডবিধির ৪৩১, ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা হয়েছে। আসামীদের রবিবার দুপুরে জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
পিবিএ/ এমআইএম/জেডআই

আরও পড়ুন...