আমাদের সময়ের প্রকাশক অ্যাডভোকেট কল্লোল মারা গেছেন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশক এস এম বকস কল্লোল মারা গেছেন। ইন্নাইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান।

কল্লোলের সহকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তালেব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেইলকে তিনি বলেন, কল্লোল বুধবার তার কলাবাগানের বাসায় হার্ট অ্যাটাক করেন। পরে তাকে পাশেই সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আজ আমাদের সময় পত্রিকা অফিস, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার স্ত্রী, ১ ছেলে রয়েছেন।

আরও পড়ুন...

preload imagepreload image