শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম দক্ষিণ আফ্রিকা সফরকালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ডেপুটি মিনিস্টার মিসেস কেনিথ মাখেসু সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ফেব্রুয়ারি) দেশটির রাজধানী প্রিটোরিয়ায় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ডেপুটি মিনিস্টার মিসেস কেনিথ মাখেসু আমন্ত্রণে তার অফিসে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম এমপি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক সহ হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক, কূটনৈতিক, বানিজ্যি ও বিনিয়োগ সম্পর্ক আর্থ-সামাজিক এবং প্রযুক্তিগত উন্নয়নের উপর আলোচনা করা হয়। এবং প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনের লক্ষ্যে ভিসা প্রসেসিং সহজিকরণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকার সরকারের কাছে অনুরোধ জানান।