সৃজনশীল জনসম্পদ তৈরিতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন করে পুরো শিক্ষাক্রমে রূপান্তর করে প্রচলিত শিক্ষণ শেখানোর পদ্ধতি, প্রচলিত চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য, মানবিক ও সৃজনশীল করে তোলার সিলেবাস এবং প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

মঙ্গলবার লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ৩ দিনের ‘শিক্ষা উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এজন্য সবার অংশগ্রহণ ও সহযোগিতা দরকার। মূল্যবোধ তৈরি করে যেন তারা সুনাগরিক হিসেবে তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পাশাপাশি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে পারে। বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব শিক্ষা কারিকুলামে জোর দেওয়া হচ্ছে। গ্রাজুয়েট হওয়ার পর শিক্ষার্থীরা যেন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সময় এখন আর কোনো প্রত্যন্ত অঞ্চল নেই। এখন উত্তরের বিশ্ববিদ্যালয়ে এরকম শিক্ষা মেলা হয়। এটা আসলেই অত্যন্ত চমৎকার। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম উদ্যোগ নেয়া উচিত। মানবিকতার শিক্ষা আমাদের প্রয়োজন। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন আমরা তা পূরণ করবো।

আরও পড়ুন...