মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে পিকআপ ভ্যান খাদে পড়ে তিন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন।
বুধবার (১ মার্চ) দুপুর ১টার দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে পিকআপ ভ্যানে করে ২০/২২ জন নারী-পুরুষ সিরাজগঞ্জের এনায়েতপুরে ওরসে যাচ্ছিলেন। পথে আনালিয়াবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুই নারী এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরেক নারীর মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন নারী-পুরুষ। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।