সাতক্ষীরায় বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এস এম হাবিবুল হাসান,সাতক্ষীরা: সাতক্ষীরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে শহরের ৮টি বিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শহরের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।

বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী প্রমুখ।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় বালিকাদের এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেয় সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়, কারিমা মাধ্যমিক বিদ্যালয়, পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, দ্য পোল স্টার মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও উদয়ন বালিকা বিদ্যালয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...