নিখোঁজের পর মিলল অটোচালকের মরদেহ

মোঃ সবুজ ইসলাম,রাণীশংকৈল: নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাইফুল ইসলাম (১৫) নামের এক অটোচালকের অর্ধগলিত হাত-পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার উত্তরগাঁও এলাকার রামরাই এর পূর্বপাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নুর ইসলাম এর ছেলে ও চৌরঙ্গী রণহাট্টা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

গত (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার হতে তার ব্যাটারিচালিত অটোগাড়িতে করে দু‘জন যাত্রী নিয়ে কাঠালডাঙ্গী বাজারের উদ্দেশে বের হয় সাইফুল । রাত ১টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে তার মোবাইলফোনে কল করলে ফোন বন্ধ পায়। সাইফুলের সন্ধান না পেয়ে তার দাদা মুনসেফ আলী (৫৮) হরিপুর থানায় একটি জিডি করেন। নিহতের দাদা বলেন,, আজ দুপুরে লোকমুখে জানতে পারি রাণীশংকৈলে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। সেই খবর শুনে ঘটনা স্থলে এসে আমি আমার নাতির লাশ শনাক্ত করি।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা রামরায় এর পূর্ব পাশ থেকে মরদেহ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন...