ছেলে নবজাতককে মা’য়ের দেখা হলো না

প্রসূতি
চিকিৎসক-নার্সের অবহেলায় প্রসুতির মৃত্যুর অভিযোগ।

মনিরুল ইসলাম মিহির, পিবিএ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসাতালে চিকিৎসক ও নার্সের অবহেলায় রুপিয়া বেগম নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। নিহত রুপিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালাচাঁনপুর গ্রামে প্রবাসী রিপন মিয়ার স্ত্রী।

রবিবার রাত সাড়ে আটটায় হাসপাতালের অপারেশন থিয়েটারে সন্তান প্রসবকালীন সময়ে প্রসুতির মুত্যুর ঘটনা ঘটে। তবে ভূমিষ্ঠ হওয়া নবজাতক সুস্থ্য রয়েছে।

নিহত প্রসূতি রুপিয়ার ভাই আলিফ হোসেন অভিযোগ করেন, রবিবার সন্ধ্যায় রুপিয়ার প্রসব বেদনা শুরু হলে তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রসূতিকে গাইনী বিভাগে রেফার্ড করেন। রাত আটটার দিকে অপারেশন থিয়েটারে কর্তব্যরত চিকিৎসক মিতা সরকার ও সিনিয়র স্টাফ নার্স রোখসানা পারভিন স্বাভাবিক ডেলিভারি করে রুপিয়ার একটি পুত্র সন্তান প্রসব করে। এসময় প্র্রসবের স্থানে অতিরিক্ত রক্তক্ষরণ হলে কিছুক্ষনের মধ্যে রুপিয়া মারা যায়।চিকিৎসক ও নার্সের অবহেলায় প্রসবের জায়গা ছিড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার বোন রুপিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার।

তবে কর্তব্যরত চিকিৎসক মিতা সরকার ও নার্স রোখসানা বেগম বলেন, প্রসবে তাদের কোন ধরনের গাফিলতি ছিলনা। প্রসবকালীন সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং দ্রুত রক্ত বন্ধ করার চেষ্টাও করা হয়েছে। এসময় রোগীর স্বজনদের রক্ত সংগ্রহের জন্য বলা হয়েছে।

রোগীর অবস্থার অবনতিঘটলে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রের্ফাড করেছেন।

এদিকে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তৌহিদুজ্জামান জানান, রোগীকে অপারেশন থিয়েটারে স্বাভা‌বিক জন্মদান প্র‌ক্রিয়ায় এক‌টি ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ ও হার্ড এর্টাক হ‌লে অপারেশন থিয়েটারের কর্তব্যরত ডাক্তার রোগীকে ঢাকা মেডিক্যাল কলেজহাসপাতালে রের্ফাড করেন। পরে রোগী অ্যাম্বুলেন্সে উঠানোর আগেই মারা যান।

এব্যাপারে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) লুৎফর রহমান বলেন, রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে চিকিৎসক ও নার্সের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।বিষয়টি হাসপাতালের তত্বাবধায়ক ডা. সাইফুর রহমানকে অবহিত করা হয়েছে। অবহেলার প্রমান পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তবে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, প্রসূতি মৃত্যুর বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...