দুগ্ধজাত পানীয় ঘোল। দুগ্ধজাত এ পানীয় অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। সচারাচর বাঁশের বাইকের দুই প্রান্তে পাটের শিকেয় মাটির পাতিলে করে ঘোষেরা ঘোল বিক্রি করলেও এখন সে দৃশ্য খুব একটা চোখে পড়ে না। ছবিটি নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তোলা। বুধবার, ১৫ মার্চ। ছবি : পিবিএ/শামীনূর রহমান।