পিবিএ ডেস্ক: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২৯ কোটি ৪০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির কারখানার উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য এই অর্থ ব্যয় করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির এক হাজার ৯৫৫টি শেয়ার মোট ১২৩ বার হাতবদল হয়, যার বাজারদর ২৫ লাখ ৯১ হাজার টাকা। ওইদিন শেয়ারদর শূন্য দশমিক ৪৫ শতাংশ বা পাঁচ টাকা ৯০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ এক হাজার ৩১৬ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল এক হাজার ৩১৪ টাকা ৫০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন এক হাজার ৩০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৩৫০ টাকায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর এক হাজার ৯৫ টাকা থেকে এক হাজার ৪৮৩ টাকায় ওঠানামা করে।
এর আগে ২০১৮ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের চেয়ে ১০০ শতাংশ বেশি। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ১৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৩৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে ৪৫ টাকা ৭২ পয়সা ও ৫০ টাকা ১৬ পয়সা।
আলোচিত সময়ে কর-পরবর্তী মুনাফা করেছে ১৬৪ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছর ছিল ১৪৪ কোটি এক লাখ ৯০ হাজার টাকা।
পিবিএ/এফএস