নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে, শনিবার থেকে বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে সকাল ৯টা ৫মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট, বিকাল ৩টা ৩৫ মিনিট এবং ইফতারের ১ ঘন্টা পর কুষ্টিয়া -ঝিনাইদহের উদ্দেশ্য ছেড়ে যাবে। এ ছাড়া সকাল ৮টা ৩০ মিনিটে, সকাল ৯টা ৪৫ মিনিটে, দুপুর দেড়টা ও ইফতারের ৩০ মিনিট পর কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে আসবে।
এছাড়া কুষ্টিয়া (নিজস্ব গাড়ি) এবং ঝিনাইদহ (ভাড়া গাড়ি) থেকে নরমাল ট্রিপ ছুটির দিনে সকাল ৮টা ৩০ মিনিট ও দুপুর ২টায় ছাড়বে। তবে, শৈলকূপা রুটে ছুটির দিনে কোনো গাড়ি চলাচল করবে না৷
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, মাহে রমজান উপলক্ষে সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। রমজান শেষে আবার বসে আমরা নতুন সিডিউল করবো।