পিবিএ,ঢাকা: জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার এটিএম মুসলিম (৭৫) সোমবার সকাল ৭টায় রাজধানীর উত্তরার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না……রাজীউন)। মরহুমের মেজো ছেলে মোহাম্মদ হাসান পিবিএকে জানান বার্ধক্যজনিত কারনে সকালে আব্বার শরীরটা খারাপ লাগছে বলায় উত্তরায় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
সকাল সাড়ে ১০টায় উত্তরা ১১নং সেক্টর বায়তুন নূর জামে মসজিদে ১ম জানাজা শেষে গ্রামের বাড়ী লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার নেদায়েতপুর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। মরহুমের ৩য় ছেলে মঞ্জুরুল করিম জানান, গ্রামে নিয়ে বাদ মাগরিব ২য় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃতুকালে স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
পিবিএ/এমআইএস/এইচএইচ