পিবিএ, গোপালগঞ্জ : বাংলাদেশ প্রিমিয়ার লীগের আগামীকাল মঙ্গলবার গোপালগঞ্জ ভেন্যূতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। এ ম্যাচে জয়ের ধারায় ফিরতে ঘাম ঝরানো অনুশীলন করেছে দুই দলের খেলোয়াড়রা।
মঙ্গলবার বেলা ৩ টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ। খেলায় জয় নিজেদের পক্ষে আনতে ইতিমধ্যে শিষ্যদের ঘাম ঝরানো অনুশীলন করিয়েছেন আব্দুল কাইয়ুম। ৮ খেলায় তিন জয় ও এক ড্রতে মুক্তিযোদ্ধার রয়েছে ১০ পয়েন্ট।
অন্যদিকে জয়ের ধারায় ফিরতে কঠোর অনুশীশন করেছে ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়রা। সমান সংখ্যক খেলায় একটিতে জিতে মাত্র তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
পিবিএ/বিএস/ জেডআই