পিবিএ, ঢাকা– একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থিতার আপিলের ওপর শুনানিতে মনোনয়নের বৈধতা পেয়েছেন গোলাম মওলা রনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইসি ভবনে অবস্থিত ট্রায়াল রুমে শুনানি শুরু হয়। শুনানিতে মনোনয়নের বৈধতা পান তিনি। এর আগে ২ তারিখ (রবিবার) গোলাম মওলা রনির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা। সোমবার ৩ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে রনি নিজে এই আপিল করেন
তবে এই আসনে বিএনপি মনোনীত আরেক প্রার্থী হাসান মামুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। গত ২৬ নভেম্বর হঠাৎ করেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে গোলাম মওলা রনি দলটিতে যোগদান করেন। পরে পটুয়াখালী-৩ আসন থেকে তাকে দলীয় মনোনয়নের চিঠি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মওলা রনি। পরে দলকে নিয়ে সমালোচনামূলক বক্তব্যের কারণে দলের ভেতরেই চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের নির্বাচনে দল থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হন রনি।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন এস এম শাহজাদা। তিনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ভাগনে।
পিবিএ/এমটি/এইচএইচ