বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সাথে নদ-নদী ওতোপ্রতোভাবে জড়িত। কিন্তু দখল-দূষণের কবলে পড়ে দেশের অধিকাংশ নদ-নদীর অবস্থাই করুণ। কোনমতে অস্তিত্ত টিকিয়ে রেখেছে অনেক নদী। পাবনার সুজানগর উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর বুকে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে খালে পরিণত হওয়ায় বুক জুড়ে ধান চাষ করা হচ্ছে। আর বর্ষাকালে চলাচল করা নৌকাগুলো আবার বর্ষা আসার অপেক্ষায় আশেপাশেই পড়ে রয়েছে। মঙ্গলবার ৫ মার্চ। ছবি: পিবিএ/অলোক কুমার আচার্য্য

আরও পড়ুন...