কথায় আছে স্বাদে ভরা রসমঞ্জুরীর ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ। কৃষি নির্ভর জেলাগুলোর মধ্যে গাইবান্ধা একটি। এ জেলায় নানা ধরনের ফসলের পাশাপাশি কৃষকরা প্রতি বছর ভুট্টার আবাদ করে থাকে। এ জেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় দিনদিন বেড়েই চলছে ভুট্টা আবাদ। এ বছরে দেখা দিয়েছে বাম্পার ফলন। তাই রবি মৌসুমে ১ লক্ষ ৯০ হাজার ৯০০ মেট্রিকটন ভুট্টা উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তাই চাতালে ভূট্টা পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। ছবিটি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হামিন্দাপুর থেকে তোলা। রোববার, ৯ এপ্রিল। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত

আরও পড়ুন...