জাপানের নতুন সম্রাটের সিংহাসন ৪ঠা মে, সাধারণ মানুষকে রাজপ্রাসাদে প্রবেশের সুযোগ

জাপান
ক্রাউন প্রিন্স নারুহিতোই

পিবিএ ডেস্ক : জাপানের রাজপরিবার সংক্রান্ত এজেন্সি, নতুন সম্রাটের সিংহাসনে আরোহণের উপলক্ষ্যটি উদ্‌যাপনে ৪ঠা মে সাধারণ মানুষকে রাজপ্রাসাদের প্রাঙ্গনে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এজেন্সি জানায়, বর্তমান যুবরাজ নারুহিতো ১লা মে সিংহাসনে আরোহণের পরে, উপলক্ষ্যটি উদ্‌যাপনে তিন দিন নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হবে। বর্তমান সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করবেন ৩০শে এপ্রিল।

এজেন্সি’র মূল পরিকল্পনা ছিল নতুন সম্রাটের সিংহাসন-আরোহণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য ২২শে অক্টোবার যে আচার-অনুষ্ঠানের কথা আছে, তার পরে উপলক্ষ্যটি উদ্‌যাপনের অনুষ্ঠানগুলোর আয়োজন করার।

তবে এখন এজেন্সি মনে করছে সিংহাসনে আরোহণের পর পরই তা উদ্‌যাপন করাটাই হবে যথাযথ।

তাছাড়া এজেন্সি মনে করছে উদ্‌যাপন অনুষ্ঠানের নতুন দিন লোকজনের পক্ষে সেখানে যোগ দেওয়া সহজতর করবে, কারণ ৪ঠা মে পড়ছে ১০ দিন ব্যাপী ছুটির মধ্যে। সেই দিন নতুন সম্রাট, নতুন সম্রাজ্ঞী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে রাজপ্রাসাদের ঝুল বারান্দায় এসে দাঁড়াবেন জনসমক্ষে এবং সমবেত শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

এই ইভেন্টে বর্তমান সম্রাট আকিহিতো এবং সম্রাজ্ঞী মিচিকো যোগ দেবেন না।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...