দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কাপ প্রদেশের কিম্বার্লির অদূরে দুলাল আহমেদ নামে এক বাংলাদেশি মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

জানাযায়, দুলাল আহমেদ স্থানীয় এলাকায় শার্ক সবজি বিতরণ করতেন। সম্প্রতি তিনি নতুন ড্রাইভিং শিখে ছিলেন। বৃহস্পতিবার ৬ এপ্রিল একা গাড়ি নিয়ে বের হলে কিম্বার্লির অদূরে কেমকেম এলাকায় তার গাড়ি উল্টে গিয়ে রাস্তার বাহিয়ে চলে যায়। এসময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি কিম্বার্লির একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রবিবার ৯ এপ্রিল ভোর ৫টার দিকে হাসপাতালে মৃত্যু বরণ করেন।

নিহত দুলাল সুনামগঞ্জ জেলার ছাতক থানার সুতারকান্দি গ্রামের আব্দুল মালিকের ছেলে। তিনি প্রায় ৭বছর পূর্বে দক্ষিণ আফ্রিকা আসেন।

আরও পড়ুন...