আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে কোহলি

kohli

পিবিএ ডেস্ক : ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে নিজের শীর্ষ স্থান ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে, ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আর এক ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

উইলিয়ামসনের অপরাজিত ২০০ ও প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডের সৌজন্যে রেটিং পয়েন্ট ৮৯৭ থেকে বেড়ে ৯১৫ হয়। কোহলির সঙ্গে নিউ জিল্যান্ড অধিনায়কের পয়েন্টের ফারাক মাত্র ৭ পয়েন্ট। এর মধ্যে এখনও দু’টো টেস্ট হাতে রয়েছে উইলিয়ামসনের। ফলে, ২০১৫ সালের পর আবার টেস্ট র‌্যাংকিংয়ে তার শীর্ষ স্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে।

রিচার্ড হ্যাডলির পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট ক্রাস করলেন কেইন উইলিয়ামসন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...