আফরোজা আব্বাসের কোন ফেসবুক একাউন্ট নেই

afroza

পিবিএ, ঢাকা : আফরোজা আব্বাসের নামে বেশ কিছু ভুয়া একাউন্ট দেখা যাচ্ছে ফেসবুকে। এসব একাউন্টের কোনো পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এ বিষয়ে একটি ফেসবুক পোস্ট দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি তার ওই পোস্টে লিখেছেন,‘আমি অনেকদিন থেকেই লক্ষ করছি আমার সহধর্মিণী আফরোজা আব্বাসের নামে বেশ কিছু ফেসবুক একাউন্ট থেকে বিভিন্ন ধরনের পোস্ট এবং কমেন্টস্ দেওয়া হচ্ছে। সম্প্রতি ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে আফরোজা আব্বাসের নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট দেওয়া হয়েছে। যে পোস্ট গুলো আফরোজা আব্বাসের পোস্ট ও কমেন্টস্ মনে করে অনেকেই সেখানে বিভিন্ন কমেন্ট করেছেন। কেউ কেউ তাকে মা অথবা ভাবি বলে সম্বোধন করেছেন। আপনাদের কমেন্টগুলো নিয়ে আমার কোন বক্তব্য নেই। তবে আফরোজা আব্বাসের আইডি মনে করে যারা ভালো কমেন্ট করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এটিও বলতে চাইছি যে Unfortunately there is no Facebook account belongs to her anymore. অর্থাৎ আফরোজা আব্বাসের এখন কোন ফেসবুক একাউন্ট নেই। তার যে একাউন্টটি ছিল সেটি নির্বাচনের আগে হ্যাক হয়ে যায়। সেই একাউন্টটি আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। কাজেই এই মুহূর্তে আফরোজা আব্বাসের নিজের কোন ফেসবুক একাউন্ট আর নেই।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...