দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন প্রদেশে প্রবাসী বাংলাদেশিরা উৎসব মুখর পরিবেশে মসজিদে এবং ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

শনিবার (২১ এপ্রিল) ব্যবসায়িক রাজধানী জোহানসবার্গ শহরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা স্মল-স্ট্রেট জামে মসজিদে ঈদুল ফিতরের ২টি জামাতে নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় এবং বিভিন্ন দেশের হাজারের ও অধিক মুসলিম ঈদুল ফিতরে নামাজ আদায় করেছেন। দেশেটির ৯টি প্রদেশের বিভিন্ন স্থানের মসজিদ এবং ঈদগাহে ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ আফ্রিকা সহ সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন দেশেটির প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

জোহানসবার্গ সিটির প্রথম মুসলিম মেয়র আবু বকর থাপেলো আমাদ তার নিজ এলাকা সুয়েটো রকবিল মসজিদের ঈদগাহে বলেন, রামাদ্বান মাস থেকে শিক্ষা নিয়ে আগামী ১১মাস জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদের সব আমল কবুল করুন। মেয়র ঈদের নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং দক্ষিণ আফ্রিকাসহ সারা বিশ্বে ঈদুল ফিতর উদযাপনকারী মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মো. মোশাররফ হোসাইন বলেন, আফ্রিকা প্রবাসি বাংলাদেশি সহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের প্রতি রইল ঈদুল ফিতরের শুভেচ্ছা। রামাদ্বানের ট্রেনিং কে কাজে লাগিয়ে পথ চলতে হবে। আল্লাহপাক আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের গুনাহ মাফ করুন।

প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ঈদের জামাতে হাজির হয়ে একে অপরের সঙ্গে কোলাকুলি করে সব দুঃখ কষ্ট ভুলে আমরা ঈদের আনন্দ উদযাপন করতে পেরেছি।

আরও পড়ুন...