কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুসহ ৩ জন দগ্ধ

পিবিএ,ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ায় একটি বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু সহ ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- গৃহকর্মী সুমি আক্তার (১৫), তার ছোটভাই ফিরোজ (১১) এবং ওই বাসার ভাড়াটিয়ার মেয়ে সোহানা আক্তার (৮)।

মঙ্গলবার (৫মার্চ) সকাল ১১ টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ সোহানার মা সালমা বেগম জানান, তারা চৌরাস্তা এলাকার আঃ রশিদদের ৩তলা বাসার ২য় তলায় ভাড়া থাকেন। গুলিস্তান ট্রেড সেন্টারে কাপড় ব্যবসা করেন সোহানার বাবা রাশেদ আলম।

তিনি জানান, সকালে একটি বিছানার চাদর শুকানোর জন্য সোহানাকে দিয়ে ছাদে পাঠান তিনি। রাশেদের বাসার কাজের মেয়ে সুমি ও সুমির ভাই ফিরোজও ছাদে ছিলো। এর কিছুক্ষণ পরই বিদ্যুৎস্পৃষ্টে খবর শুনতে পায়। পরে ছাদে গিয়ে তাদের দগ্ধ অবস্থায় দেখতে পাই।

আঃ রশিদ জানান, সুমি তার আপন ভাতিজি। তাদের বাসাতেই থাকে ও কাজ করে। গতকাল ফিরোজ তার মায়ের সঙ্গে গ্রামের বাড়ি থেকে চুনকুটিয়ায় বেড়াতে আসেন।

দগ্ধ সুমি জানায়, ছাদের পাশের একটি।উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের মধ্যে হাত দেয় তার ছোট ভাই ফিরোজ। হাত দেয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে তারের সাথে আটকে যায় সে। পরে তার পাশে থাকা সোহানা তাকে ছাড়াতে চেষ্টা করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সুমিও ফিরোজকে হাত দিয়ে টেনে ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ৩জনই ছাদের উপর ছিটকে পড়ে।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল পিবিএকে জানান, সবাইককে ভর্তি রাখা হয়েছে। ফিরোজের হাত পা ও বুক পেট সহ শরীরের অনেক জায়গা দগ্ধ হয়েছে। আর সুমির হাত পা সহ পিঠের কিছু অংশ দগ্ধ হয়েছে। সোহানারও দুই পা, হাত সহ বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে।

পিবিএ/এইচএ/এফএস

আরও পড়ুন...