আগের চাইতে ভাল আছেন ওবায়দুল কাদের : সিঙ্গাপুর থেকে মেয়র জাহাঙ্গীর আলম

 

শতাব্দী আলম,পিবিএ,ঢাকা: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের এখন আগের চাইতে ভাল আছেন। তাঁর সাথে অবস্থান করা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম গণমাধ্যমে দেয়া এক ফোনালাপে একথা জানান। তিনি জননেতা ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।

মঙ্গলবার দুপুর দুইটায় সিঙ্গাপুর থেকে ফোনালাপে জাহাঙ্গীর জানায়, সোমবার রাত ১০ টা ৪০ মিনিটএ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয়। আজ তার চিকিৎসার জন্য ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরীক্ষায় তাঁর হার্টের সাথে কিডনিতেও ইনফেকশন জনিত সমস্যা পাওয়া গেছে।

তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন এখন আগের চাইতে তার অবস্থা ভাল। ৫ থেকে ৭ দিন হাসপাতালে থাকতে হতে পারে।
ওবায়দুল কাদেরের আশু রোগ মুক্তি কামনায় মেয়র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।





আরও পড়ুন

ওবায়দুল কাদেরের সাথে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অন্যান্যের মধ্যে তার সহধর্মীনি ইশরাতুন্নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালের নিউরোলোজিষ্ট ডাঃ আবু নাসের রিজভি, ঢাকা দক্ষিনের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার প্রমুখ রয়েছেন।
এর আগে গতকাল সোমবার দুপুরে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠি ও মাউন্ট এলিজাবেথ হাসাপাতালের পরামর্শে বিশেষ এয়ার এম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পিবিএ/শএ/ জেডআই

আরও পড়ুন...