সাহাজুল সাজু,মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (৩০) নামের এক পল্লী (পশু) চিকিৎসক নিহত হয়েছেন। নিহত শামীম মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ।
বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯ টার দিকে নিজ গ্রামের সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন শামীম। গ্রামের সড়ক দিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে সড়কে প্রবেশ করছিলেন তিনি । এসময় মেহেরপুর থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের ( যার নম্বর ঢাকা মেট্রো ব- ১৫-৫৭০৫) সাথে ধাক্কা লেগে নিচে পড়ে । এতে মোটরসাইকেল এবং চালক শামীম বাসের চাকায় পৃষ্ট হয়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠালে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নিহত শামীমের মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।