পিবিএ, কুবি প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘মোখা’ এর কারনে আগামীকাল রোববার (১৪ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে৷
শনিবার (১৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারনে রবিবার (১৪ মে) সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রশাসনিক কার্যক্রম নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সিদ্ধান্ত শেষে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখাথ ইতিমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৪ মে রাতে ঝড়ের অগ্রভাগ আঘাত হানতে পারে উপকূলে।