ইতালির আকাশে যিশুর ছবি!

italy

পিবিএ ডেস্ক : প্রথমে মনে হয়েছিল, মেঘের মাঝে উঁকি! তবে আরও স্পষ্ট করে দেখলে, ‘স্বয়ং যিশুখ্রিস্ট!’ এমনই হয়েছে ইতালির অ্যাগ্রোপলিতে। যেখানে আকাশে যিশুকে দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন এক ব্যক্তি। যা অবিকল ব্রাজিলের যিশুর মূর্তির মতো। স্বাভাবিকভাবে এই দাবিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পম্পেই থেকে সামান্য দূরে অ্যাগ্রোপলির বাসিন্দা আলফ্রেড লো ব্রুটো ভাইরাল ছবিটি তুলেছিলেন। তার দাবি, গত ১ মার্চ, আকাশে যিশুকে দেখেছেন তিনি। প্রথমে নিজের চোখকে বিশ্বাস না হলেও, পরে প্রমাণ হিসেবে ছবি তুলে রেখেছিলেন আলফ্রেড।

‘ওই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল কোনও জাদু।’ জানিয়েছেন ইতালির ওই বাসিন্দা।

পিবিএ/জিজি

আরও পড়ুন...