তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ঘূর্ণিঝড় মোখা যেমন পাশ কাটিয়ে চলে গেছে, বিএনপির আন্দোলনও মোখার মতো পাশ কাটিয়ে যাচ্ছে। বিএনপি আবার হাঁটা শুরু করেছে। আমরা চাই বিএনপি হাঁটুক।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
মোখা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মোখা নিয়ে রাজনীতি করা দুঃখজনক। মির্জা ফখরুল মোখা নিয়ে উপহাস করেছেন। এটা ঠিক হয়নি।
কূটনীতিককে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সব কূটনীতিককে নিরাপত্তা দেওয়া হয়। দেশে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার কারণে কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। দেশে যেহেতু এখন জঙ্গি তৎপরতা নেই সে কারণে বাড়তি নিরাপত্তা তুলে নেয়া হয়েছে।
তিনি বলেন, কূটনীতিকদের নিরাপত্তা পুরোপুরি তুলে নেয়া হয়নি। এটা আছে। জঙ্গি তৎপরতার কারণে শুধু বাড়তি নিরাপত্তা তুলে নেয়া হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন- কেউ বাড়তি নিরাপত্তা চাইলে অর্থের বিনিময়ে নিতে পারবেন।
মন্ত্রী বলেন, প্রথমবারের মতো জাতিসংঘে কমিউনিটি ক্লিনিক: দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ রেজুলেশন আকারে গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে স্বীকৃতি দিলো জাতিসংঘ। অর্থাৎ জাতিসংঘও আজ শেখ হাসিনার সরকারের কাজ মূল্যায়ন করছে।